দূরবীণ নিউজ প্রতিবেদক:
দেশের বহুল আলোচিত স্বাস্থ্য অধিদপ্তরের কোটিপতি ও কারাবন্দি গাড়িচালক আবদুল মালেককে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় কেরানীগঞ্জের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৮ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম আসামি মালেককে জিজ্ঞাসাবাদ করবেন।
রোববার (১৭ জানুয়ারি) দুদকের জনসযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এরআগে কারাবন্দি গাড়িচালক আবদুল মালেকের অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রীকে ডেকে দুদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জানা যায়, স্বাস্থ্য অধিদফতরের তৃতীয় শ্রেণির কর্মচারী ড্রাইভার মালেকের ঢাকার বিভিন্ন স্থানে একাধিক বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানতে পেরেছে র্যাব। জাল টাকার ব্যবসা ছাড়াও তিনি এলাকায় চাঁদাবাজিতে জড়িত ছিলেন।
গত বছরের ২০ সেপ্টেম্বর ভোরে র্যাব-১ এর একটি দল তুরাগ থানার কামারপাড়ার বামনেরটেক এলাকার বাসা থেকে আবদুল মালেককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জালনোট, একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র, জালনোটের ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন মালেক। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মালা দায়ের করা হয়।
শুধু তাই নয়, গ্রেফতারের পর বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এদিকে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গাড়ি চালক আব্দুল মালেক দীর্ঘদিন ধরে অধিদফতরের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে আসছেন। বিশেষ করে অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য তার প্রধান কাজ। কোনো কর্মকর্তা যদি আবদুল মালেকের সুপারিশ না শোনেন তাহলে তাকে ঢাকার বাইরে বদলি করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন একাধিকবার।/