সর্বশেষঃ
গাজীপুরে দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের আহত ৫০ অবশেষে নানা নাটকীয়তার পর কারামুক্ত  মামুনুল হক গাজায় গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ; ২০০০ গ্রেফতার কিডনী ও অঙ্গ বিক্রিসহ নানা প্রতারণার অভিযোগে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার  ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করেছেনঃ মেয়র তাপস  বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের মাদারীপুরে মে দিবসে শ্রমিক কল্যাণ সংস্থার নানা কর্মসূচি মে দিবসে তীব্র তাপদাহ, লাগামহীন দ্রব্য মূল্য শ্রমিকরা অতিষ্ঠ শ্যামা কাব্য সিনেমার মহরত অনুষ্ঠানে স্পিকার পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

সরকারী নীতিমালা মেনেই ‘মধুমতি ব্যাংক’ আমানত সংগ্রহ করছে,এতে দোষের কিছুই নেই : তাপস

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন,বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং সরকারী নীতিমালা মেনেই ‘মধুমতি ব্যাংক’ সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ করছে।এতে দোষের কিছুই নেই।

রোববার ( ১০ জানুয়ারি) দুপুরে ডিএসসিসির নগর ভবনে অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং সরকারী নীতিমালা পরিপালনপূর্বক সকল সরকারি সংস্থা থেকে আমানত সংগ্রহ করে এবং আগামীতে ও করবে। আমানত সংগ্রহ করাটা দোষের কিছু না।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনেই অন্যান্য বেসরকারি ব্যাংকগুলো যেভাবে বিভিন্ন কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ ও সরকারে কোন কোম্পানির কাছ থেকে আমানত সংগ্রহ করে থাকে। ঠিক মধুমতি ব্যাংক ও সেরকম একটি বেসরকারি ব্যাংক।

তিনি বলেন, দেশের অন্যান্য বেসরকারি ব্যাংকের ন্যয় ‘মধুমতি ব্যাংক’ ঢাকা সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ ও সরকারের বিভিন্ন কোম্পানির কাছ থেকে আমানত সংগ্রহ করছে।

মেয়র তাপস বলেন, সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তর থেকে আমানত সংগ্রহ করা আইন বহির্ভূত কিছু করা হচ্ছে না, ফলে এখানে দুর্নীতির অভিযোগেরও কিছু নেই।

তিনি বলেন,দুর্নীতি হলো- উৎকোচ গ্রহণ, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, কাউকে জিম্মি করে অর্থ আদায় করা।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মেয়র তাপস আরো বলেন, ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন দুর্নীতি করেছেন এটা আপনারা সবাই জানেন।

মেয়র তাপস বলেন, যদি কেউ উৎকোচ গ্রহণ করে, যদি কেউ ঘুষ গ্রহণ করে, যদি কেউ কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন–বাণিজ্য করে, যদি কেউ সরকারি অর্থ আত্মসাৎ করে, বিল দেওয়ার জন্য কমিশন–বাণিজ্য করে, সরকারি প্রভাব কাজে লাগিয়ে কাওকে জিম্মি করে অথবা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নিয়ে থাকে বা অর্থ আত্মসাৎ করে থাকে, সেক্ষেত্রে দুর্নীতি হয়।

ডিএসসিসির বর্তমান মেয়র তাপস বলেন, সাঈদ খোকনের অভিযোগের কোনো ভিত্তি নেই, এসব অভিযোগকে বস্তুনিষ্ঠ বলা যায় না।তার অভিযোগ আমলে নেয়ার মতো না।

ডিএসসিসির মেয়রের দায়িত্বশীল পদে থেকে সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যক্তিগত আক্রোশের জবাব দেওয়াটা সমীচীন মনে করেন না তিনি।

এরআগে আজ রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবেও সাবেক মেয়র সাঈদ খোকনের আনিত অভিযোগের জবাব দেওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন মেয়র তাপস। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৭:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12