দূরবীণ নিউজ প্রতিবেদক:
সারাদেশে গত গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৭ জন। তার মধ্যে ষাটোর্ধ্ব ১২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯০ জন করোনাভাইরাসে নতুন আক্রান্ত ।
শুক্রবার (১ জানুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাড়িতে একজন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় দুইজন ও রংপুরে একজন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।
দেশে করোনা শনাক্ত ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনের। সরকারি হিসাবে এ পর্যন্ত ৭ হাজার ৫৭৬ জন মারা গেছে। এরমধ্যে ৪ হাজার ১৩৮ জনই ষাটোর্ধ্ব।
গণমাধ্যমকে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৭৪ নমুনা সংগ্রহ ও ১২ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৯৯০ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনে।
ষাটোর্ধ্বদের পর মারা যাওয়া মানুষের বয়স বিবেচনায় রয়েছেন ৫১-৬০ বছর বয়সীরা। এ সংখ্যা এক হাজার ৯২০ জন; ২৫.৩৪ শতাংশ, ৪১-৫০ বছরের মধ্যে আছেন ৮৮৯ জন; ১১.৭৩ শতাংশ, ৩১-৪০ বছরের মধ্যে আছেন ৩৭৮ জন; ৪.৯৯ শতাংশ, ২১-৩০ বছরের মধ্যে আছেন ১৫৯ জন; ২. ১০ শতাংশ, ১১-২০ বছরের মধ্যে আছে ৫৭ জন; ০. ৭৫ শতাংশ আর ০- ১০ বছরের মধ্যে রয়েছে ৩৫ জন যা কিনা ০.৪৬ শতাংশ।
কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বয়স্করা যেকোনও রোগের ক্ষেত্রে সবসময় ঝুঁকিপূর্ণ। তারা আগে থেকেই নানা জটিল রোগে আক্রান্ত থাকেন।
তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার, হৃদযন্ত্রের সমস্যায় ভোগেন। যে কারণে বয়স্করা স্বাভাবিকভাবেই দুর্বল থাকেন এবং সহজেই কাবু হয়ে যান।’/