দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চিহ্নিত তদবিরবাজ, বিভিন্ন মার্কেট ও জমির দালালি করে রাতারাতি কোটি পতি মো. আলম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই আসামির বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ রয়েছে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক মেফতাহুল জান্নাত বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর মামলা দুইটি দায়ের করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা।
মামলায় উল্লেখ করা হয়েছে, ডিএসসিসি’র প্রভাবশালী তদবিরবাজ ও দালাল হিসাবে পরিচিত মো. আলম হোসেনের নামে ১১ কোটি ৪৪ হাজার ১৯৮ টাকার স্থাবর এবং ৪ কোটি ২১ হাজার ৭৯০ টাকার অস্থাবরসহ মোট ১৫ কোটি ৬৫ হাজার ৯৮৬ টাকার সম্পদের তথ্য রয়েছে দুদকে।
দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত ওইসব তথ্য ও রেকর্ডপত্র যাচাই করে আসামি আলম হোসেনের স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে ৭ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার ১১০ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। সম্পদের মধ্যে মোহাম্মদপুরে জমি, ফ্ল্যাট ও ব্যাংকে গচ্ছিত টাকার তথ্য রয়েছে।
অপরদিকে আসামি আলম হোসেনের স্ত্রী পারভীন আক্তার রিপা দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর অংশে ১ কোটি ৮৯ লাখ ৭৮ হাজার ৭৭২ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
এছাড়া, দুদকের অনুসন্ধানে রিপার বিরুদ্ধে মোট ২ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ২৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়া গেছে।/