দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার। এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয় ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে পূনাঙ্গ সচিব পদে পদোন্নতি দেন। পরে তাকে দুদকের সচিব পদে নিয়োগ দিয়েছে। গত ১০ ডিসেম্বর এই নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
কারণ আগামী ১৭ ডিসেম্বর দুদকের বর্মমান সিনিয়র সচিব মুহাম্মদ দিলওয়ার বখত অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। ফলে দুদক সচিবের এ শূন্য আসনে যোগদান করতে আসছেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
দুদকের সচিব দিলওয়ার বখতের কিছু সম্মৃতিৃ:
এদিকে আগামী ১৭ ডিসেম্বর দুদকের সিনিয়র সচিব হিসেবে কর্মরত মুহাম্মদ দিলওয়ার বখত অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। তিনি বিসিএস ১৯৮৪ সালের নিয়মিত ব্যাচে (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
জানা যায়, মুহাম্মদ দিলওয়ার বখত গত বছর ২০১৯ সালে ৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে যোগদান করেন। দুদকে প্রায় ২৩ মাসের কর্মজীবনে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন মুহাম্মদ দিলওয়ার বখত । দুদকের ‘টপ টু বটম’ কর্মকর্তা- কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদের কাছেও বেশ জনপ্রিতা অর্জন করেছেন তিনি।
দুদকে সচিব পদে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। সেখানেও বেশ সুনাম অর্জন করেছেন।
এরআগে কর্মজীবনে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, দুর্নীতি দমন কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ মাঠ প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) এবং অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম ওয়াসার সদস্য (প্রশাসন), চা বোর্ডের সচিব, স্পারসোর চেয়ারম্যানসহ নানা দায়িত্ব পালন করেন।
দুদকে যোগদানের আগে সচিব হিসেবে পদোন্নতি পেয়ে তিনি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিভিন্ন প্রশিক্ষন এবং স্টাডি ভিজিটের অংশ হিসাবে ভারত, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, দক্ষিন কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, উজবেকিস্তান, তুরস্কসহ নানা দেশ ভ্রমন করেন।
তিনি ১৯৬১ সালের ডিসেম্বরে সুনামগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি সুনামগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় থেকে এস.এস.সি এবং সিলেট এমসি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিদ্যা ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
ব্যক্তি জীবনে বিবাহিত মুহাম্মদ দিলোয়ার বখত এক কন্যা সন্তান ও এক পুত্র সন্তানের জনক।