দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি ও দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার আবুল খায়ের করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। তিনি নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
ক্র্যাবের সভাপতি আবুল খায়ের দ্রুত আরোগ্য, সুস্থাস্থ্যের কামনা করে ক্র্যাবের সহ-সভাপতি মোরছালীন বাবলা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্মানিত সদস্যদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর বিকল্প নেই জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশের অনাকাঙ্খিত দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে ক্র্যাব সদস্যরা মাঠে-ঘাটে কাজ করছেন, সংবাদ সংগ্রহ করছেন। সে ক্ষেত্রে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহবান জানান নেতৃবৃন্দ।
একইসাথে ক্র্যাবের সাবেক সহ সভাপতি ও রিপোর্টার্স এগেইনেস্ট করাপশন (র্যাক)-এর প্রতিষ্ঠাতা সভাপতি যুগান্তরের নিসিয়র সাংবাদিক মিজান মালিক পৃথকভাবে করোনা আক্রান্ত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন।
এছাড়া করোনায় এর আগে আরো আক্রান্ত হয়েছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সমকালের ক্রাইম রিপোর্টার আতাউর রহমান ও তার স্ত্রী। গত ৩ ডিসেম্বর আক্রান্ত হন বিডি নিউজের বিশেষ প্রতিনিধি লিটন হায়দার। গত মাসে আক্রান্ত হন চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি এনামুল কবির রুপম এবং নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিল্টন। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠছেন জিলানী মিল্টন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ক্র্যাব সভাপতি, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার আবুল খায়ের এবং করোনা আক্রান্ত অপর সাংবাদিক ভাই ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে ‘অনলাইন নিউজ পোটাল- দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকম’ পরিবারের পক্ষ থেকে। একই সাথে মহান আল্লাহর দরকারে প্রার্থণা জানানো হচ্ছে, হে , আল্লাহ আমাদের সাংবাদিক ভাই- বোন ও তাঁদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনদেরকে করোনায় ভয়াবহতা থেকে রক্ষা করুন।