দুরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটের পক্ষ থেকে বিআইডব্লিউটিএ ( BIWTA) নৌ-সংরক্ষণ ও পরিচালনা নারায়নগঞ্জের কর্তৃপক্ষের বিরুদ্ধে জাহাজ দুর্ঘটনায় উদ্ধার জাহাজের ভুয়া ভাউচার তৈরি করে তেল খরচ দেখিয়ে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে।
রোববার ( ২২ নভেম্বর) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি আরো জানান, আজ সারাদেশে ১৬টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে ২টি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করেছে এবং বাকী ১৪ টি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন সংশ্লিষ্ট দপ্তরে চিটি পাঠিয়েছে।
দুদক কর্মকর্তা জানান, আজ BIWTA, নৌ-সংরক্ষণ ও পরিচালনা নারায়নগঞ্জের কর্তৃপক্ষের বিরুদ্ধে জাহাজ দুর্ঘটনায় উদ্ধার জাহাজের ভুয়া ভাউচার তৈরি করে তেল খরচ দেখিয়ে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আজ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদক টিম BIWTA, নৌ-সংরক্ষণ ও পরিচালন কর্তৃপক্ষ, নারায়নগঞ্জ-এর দপ্তর পরিদর্শনপূর্বক অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করেন।
রেকর্ডপত্র পর্যালোচনান্তে উক্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে জাহাজ দুর্ঘটনায় উদ্ধার জাহাজের ভুয়া ভাউচার তৈরি করে তেল খরচ দেখিয়ে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগটির সত্যতা পেয়েছে দুদক কর্মকর্তারা।
অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে অভিযান পরিচালনাকারী টিম।
এছাড়া দুদক অভিযোগ কেন্দ্র আগত অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য এনফোর্সমেন্ট ইউনিট হতে ১ জেলার জেলা প্রশাসক, ২ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ১১টি অন্যান্য দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে।#