দূরবীণ নিউজ প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়া সিলেটের সেই যুবক মহসিন তালুকদারকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে আটক করে র্যাবের কর্মকর্তারা।
র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে মহসিন তালুকদারকে আটক করা হয়। তিনি এখন আমাদের হেফাজতে আছেন।
এর আগে সোমবার রাতে সিলেট সদর উপজেলায় টুকেরবাজার শাহপুর তালুকদার পাড়ায় মহসিন তালুকদারের বাড়িতে গিয়ে র্যাব ও পুলিশ তাকে পায়নি।
মহসিন তালুকদার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।
সোমবার দিবাগত রাত ১২টা ৬ মিনিটে ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে চাপাতি দিয়ে গলাকেটে হত্যার হুমকি দেন মহসিন তালুকদার নামে ওই যুবক। কলকাতায় গিয়ে কালি পূজার অনুষ্ঠানে অংশ নেয়ায় সাকিবকে এ হুমকি দেয়া হয়।
ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।
এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো লাইভে এসে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।#