রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

কল্যাণপুর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মেয়র আতিকের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে কল্যাণপুর নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে এ বস্তিতে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন গণমাধ্যমকে জানান, কল্যাণপুর নতুন বাজার বস্তিতে রাত ১০টা ৩ মিনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণি আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে মেয়র মোঃ আতিকুল ইসলামের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া মেয়রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সেখানে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের স্থানে ডিএনসিসির অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় দেখাশোনার জন্য মেয়র ১১নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে সার্বক্ষণিক তদারকি করার দায়িত্ব প্রদান করেন। #

উল্লেখ্য, সম্প্রতি মেয়র আতিকুল ইসলামের করোনা নেগেটিভ হলেও প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক দুর্বলতার কারণে তিনি অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করতে পারেননি। তবে বাসায় থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় খবর নিচ্ছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12