দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে মঙ্গলবার (৬ অক্টবর) পৃথক ৭ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে ৩টি অভিযোগের বিষয়ে সরাসরি অভিযান পরিচালনা করেছে। আর ওই সব অভিযোগের প্রেক্ষিতে ৪টি দপ্তরে দুদক থেকে পত্র প্রেরণ করা হয়েছে।
দুদক জনর্সযোগ কর্মকর্তা প্রনব কুশার ভট্টাচার্য্য এসব তথ্য জানান।
তিনি আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চট্টগ্রাম আঞ্চলিক হিসাব কেন্দ্রের হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয় চট্টগ্রাম-১ থেকে আজ (৬অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুদক টিম জানতে পারে, উল্লিখিত কর্মচারীকে সম্প্রতি বদলি করা হয়েছে। তবে তার সাবেক সহকর্মী ও স্থানীয় সেবাগ্রহীতাদের নিকট হতে সংগৃহীত তথ্যে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে এমনটি প্রতীয়মান হয়। তিনি অবৈধ অর্থে যে ফ্ল্যাট ক্রয় করেছেন মর্মে দুদকের নিকট অভিযোগ লিপিবদ্ধ হয়েছিল, এনফোর্সমেন্ট টিমের সরেজমিনে উক্ত ফ্ল্যাটের অস্তিত্ব পাওয়া যায়।
সার্বিক বিবেচনায় উল্লিখিত কর্মচারীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে।
এছাড়াও বরিশাল কেন্দ্রীয় কারাগারে খাবার সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবং গাইবান্ধা পৌরসভার মেয়রের বিরুদ্ধে কর্মচারীদের নামে ভুয়া বিল সৃজনপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল ও সমন্বিত জেলা কার্যালয়, রংপুর হতে ২টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #