দূরবীণ নিউজ প্রতিবেদক:
নানা অনিয়ম,ঋণ জালিয়াতি ও প্রায় ২৯ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৮২০ টাকা আত্মসাতের মামলায় ‘দি ফারমার্স ব্যাংক লিমিটেডের’ (বর্তমানে পদ্মা ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতী ওরফেবাবুল চিশতীসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ অক্টোবর) দুদকের উপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সামছুল আলম সংশ্লিষ্ট আদালতে এ চার্জশিট দাখিল করেন। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
দুদকের চার্জশিটভুক্ত (অভিযোগক্ত) ছয় আসামি হলেন, (১) এস.এ. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (মেসার্স লায়লা বনস্পতি প্রডাক্টস লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দীন আলম ,২) সাহাবুদ্দীনের স্ত্রী মিসেস ইয়াসমিন আলম, ৩) দি ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক এমডি বর্তমানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এমডি চৌধুরী মোশতাক আহমেদ, ৪)দি ফারমার্স ব্যাংক লিমিটেডের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পরবর্তীতে এমডি এ কে এম শামীম, ৫) দি ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, ৬) বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী।
২০১৮ সালের ২৮ অক্টোবর দুদক উপপরিচালক মোঃ সামছুল আলম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দি ফারমার্স ব্যাংকলি, থেকে অনিয়ম ও দুর্নীতি ঋণের নামে ২৯ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৮২০ টাকা উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন।
পরে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬/৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।#