সারাক্ষণ প্রতিবেদক :
রাজধানীসহ সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে এ ক্যাম্পইনের উদ্বোধন করেন তিনি।
রোববার থেকে শুরু হওয়া ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে সারাদেশে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে মিরপুরে হযরত শাহ (র.) মাজার রোডে নেকিবাড়ির টেক নগর মাতৃসদনে সকাল ১০টা ১৫ মিনিটে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। ওইসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন, উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে: কর্ণেল মোঃ গোলাম মোস্তফা সারওয়ার, সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডা. মো. ফিরোজ আলম,ডা. আজিজুন নেসা, ডা.এসএম ওয়াসিমুল ইসলাম ও ডা. মাহমুদা আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
আগামী ১৭ অক্টোবরের মধ্যে এই ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন জাতীয় পুষ্টি সেবা ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচএন)।
জানা যায়, এবারে করোনা পরিস্থিতি বিবেচনায় শারীরিক দূরত্ব নিশ্চিতকল্পে এবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৪-১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময় ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।
আগে প্রতিবছর কার্যক্রমটি পরিচালিত হয়েছে একদিনে। করোনাভাইরাস সংক্রমণের কারণে স্বাস্থ্য সুরক্ষার বিষয় মাথায় রেখে এবার একদিনের কর্মসূচি অনেক দিনব্যাপী চলবে।
এবার এক লাখ ২০ হাজার সেন্টারে দুই লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবকসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্থায়ী কর্মীরা এই ক্যাপসুল খাওয়াবেন।
ছয় থেকে ১১ মাস বয়সী ২৪ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বয়সের এক কোটি ৯৩ লাখ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল ক্যাপসুল।#