দূরবীণ নিউজ প্রতিবেদক :
সম্পদ বিবরণী জমা না দেওয়ার অপরাধে এবার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী ফারজানা হোসাইনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এ মামলা দুইটি দায়ের করা হয়। গণমাধ্যমকে এ তথ্য জানান, দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, দুদকের দায়ের করা ১ম মামলার আসামি জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন। মামলায় তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের আদেশ মোতাবেক নির্ধারিত সময়ে সম্পদ বিবরণি দাখিল করেননি। যারফলে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি রেকর্ড করা হয়েছে।
মামলার বিবরণে আরো বলা হয়, দুদকের প্রধান কার্যালয় থেকে গত বছর ১২ নভেম্বর মুন্সী সাজ্জাদ হোসেনের নিজের ও তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স¦নামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণি চাওয়া হয়েছিল। ওই নোটিশে বলা হয়েছিল প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদকের পরিচালক (বি: অনু: ও তদন্ত-১) প্রধান কার্যালয় বিবরণী জমা দিকে হবে।
দুদক থেকে আসামি মুন্সী সাজ্জাদ হোসেনের বর্তমান আবাসিক ঠিকানায় গিয়ে তার নিকট সম্পদ বিবরণী ফরম ও সম্পদ বিবরণি দাখিলের নোটিশ জারি করেন। মুন্সী সাজ্জাদ হোসেন গত বছর ২৬ নভেম্বর সম্পদ বিবরণি দাখিলের নোটিশের ছক গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ৫ ডিসেম্বর সম্পদ বিবরণি দাখিলের সময় বৃদ্ধির জন্য পরিচালক (বি: অনু: ও তদন্ত-১) বরাবরে আবেদন করেন।
তৎপ্রেক্ষিতে সম্পদ বিবরণি দাখিলের সময়সীমা পূর্বোক্ত সময়সীমার ধারাবাহিকতায় আরও ১৫ (পনের) কার্যদিবস অর্থাৎ এবার ১৯ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়। তথাপি তিনি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ গত ১৯ জানুয়ারির মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেন নাই। যার ফলে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
অপর দিকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেনের স্ত্রী ফারজানা হোসাইনের বিরুদ্ধেও সম্পদ বিবরনী দাখিল না করার অপরাধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় দায়ের করা মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক মোঃ ফেরদৌস রহমান । এ মামলার সাজা সর্বোচ্চ ৩ বছর। #