দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল, প্রয়াত মাহবুবে আলমের নামাজে জানাযা শেষে মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস.।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে মাহবুবে আলমকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার সহকর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা হাইকোর্ট প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন। বেইলি রোডের সরকারি বাসা থেকে সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে তার লাশবাহী গাড়ি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ১০টা ৪২ মিনিট পৌঁছায়। বেলা ১১টা ৩৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আবু সালেহ মো. সলিম উল্লাহ জানাজায় ইমামতি করেন।
জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার। উপস্থিত ছিলেন আইনজীবীরা। #