দূরবীণ নিউজ প্রতিবেদক:
অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র বলেন, তিনি দীর্ঘ সময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর এই প্রয়াণ আমাদেরকে শোকে আচ্ছাদিত করেছে। আইনাজ্ঞনের প্রতিকৃত মাহবুবে আলমের মৃত্যতে আমরা গভীর শোকাহত।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, তিনি দল-মত নির্বিশেষে আইনজীবি পরিবারের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আইন পেশায় তাঁর বর্ণাঢ্য এই জীবনে তিনি অনেক মানুষকে আইনী সেবা প্রদান করেছেন, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আইনের যথোপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় সরব ভূমিকা পালন করেছেন। তাঁর চলে যাওয়ার শূন্যতা পূরণ হবার নয়।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুম মাহবুবে আলমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিএনসিসি মেয়রের শোক
এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার পৃথক এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি দল-মত নির্বিশেষে আইনজীবি পরিবারের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আইন পেশায় তাঁর বর্ণাঢ্য এই জীবনে তিনি অনেক মানুষকে আইনী সেবা প্রদান করেছেন, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আইনের যথোপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সব সময় সরব ভূমিকা পালন করেছেন। তাঁর চলে যাওয়ার শূন্যতা পূরণ হবার নয়। #