দূরবীণ নিউজ প্রতিবেদক:
আনুষ্ঠানেকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২০-২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদকন মুহাম্মাদ ইয়াছিন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংগঠেনের নিজস্ব কার্যালয়ে এক আনন্দময় পরিবেশে সাবেক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ নতুন কমিটির দায়িত্ব গ্রহণে সহযোগিতা করেন।
নতুন কমিটির সফলতা কামনা করেন সংগঠনের সদস্যরা। দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন,মোস্ট সিনিয়র সাংবাদিক কাজী হান্নান, সদস্য বিদায়ী কমিটির সভাপতি ওয়াকিল আহমেদ হিরন, সাধারণ সম্পাদক নাজমুল আহমেদ রাজু, সাবেক সভাপতি এম বদিউজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারসহ আরো কয়েকজন সিনিয়র নৃতৃবৃন্দ।
একনজরে নতুন কমিটির সব কর্মকর্তাদের তালিকা নিম্মে তুলে ধরা হলো; সভাপতি এটিএন নিউজের বার্তা সম্পাদক মাশহুদুল হক , সাধারণ সম্পাদক হয়েছেন ইন্ডিপেনডেন্টের সিনিয়র রিপোর্টার মুহাম্মাদ ইয়াছিন,সহ সভাপতি দীপ্ত টিভির আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম সম্পাদক জিটিভির সাইদুল ইসলাম, কোষাধক্ষ্য সারা বাংলা ডটনেটের আব্দুল জব্বার খান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা টাইমস এর আমিনুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের খাদেমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনটিভি অনলাইনের মো.জাকের হোসেন, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ইলিয়াছ সরকার, নিউজ ২৪ এর মো. হাবিবুল ইসলাম হাবিব, দৈনিক আমাদের নতুন সময়ের মাহমুদুল আলম।
উল্লেখ্য গত ৩০ আগস্ট (রোববার ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে নতুন কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক কালের কন্ঠের বিশেষ প্রতিবেদক আশরাফ-উল আলম। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিবেদক মিজান মালিক ও আমার কাগজের বার্তা সম্পাদক তোফায়েল হোসেন। #