দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম বিশেষ অভিযানে ছিনতাইকৃত মোটর সাইকেলসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। পুলিশ কর্মকর্তারা রাজধানী রামপুরা ও বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে ছিনতাইকারী মোঃ ইমরান ও মোঃ মাসুম মোল্লাকে গ্রেফতার করেছেন বলে জানান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য কার হয়, গত ২১ আগস্ট দুপুর দেড় টায় তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরস্থ ৫ নং ব্রীজ সংলগ্ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলিতে জনৈক ভিকটিম (ব্যক্তি) মোটরসাইকেলসহ পৌছামাত্র অজ্ঞাতনামা ব্যক্তিরা মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ভিকটিমকে চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে এবং ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার ও ১টি মোবাইল সেট ছিনতাই করে। এই ঘটনায় তিনি তুরাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে ওই মামলার সূত্রধরে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর রামপুরার বাসা থেকে ছিনতাইকারী ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত নোকিয় মোবাইল ও ০৪ টি চাকু উদ্ধার করা হয়।
পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী ইমরান হোসেন ছিনতাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে দেয়া তথ্য মতে ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় বাগেরহাট জেলার চিতলমারী থানা এলাকায় অভিযান চালিয়ে অপর ছিনতাইকারী মোঃ মাসুম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে তার কাছ ( ঢাকা মেট্রো-হ-৫৪-৮৫০৭) মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। #প্রেস বিজ্ঞপ্তি ।