শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

করোনায় বিশ্বে প্রায় ৩ কোটি মানুষ আক্রান্ত , মৃত্যু ৯ লাখ ২৭ হাজার

দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বব্যাপী প্রাণঘাতি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটির কাছাকাছি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এই তথ্য জানিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ)। , করোনা মহামারিতে এখন পর্যন্ত ৯ লাখ ২৬ হাজার ৯২৩ জনের মৃত্যূর খবর পাওয়া গেছে। জেএইচইউর তথ্যানুসারে, বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে এক কোটি ৯৭ লাখেরও বেশি মানুষ সেরে ওঠেছেন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৫ লাখেরও বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৪৬৭ জন মারা গেছেন। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

পাশাপাশি, এশিয়ার দেশ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক দিনের ব্যবধানে আরও ৯২ হাজার ৭১ জন নতুন করে আক্রান্ত এবং এক হাজার ১৩৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে। মহামারি শুরু হওয়ার পর থেকে ভারতে এখন পর্যন্ত ৪৮ লাখেও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ৭৯ হাজার ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেএইচইউর দেয়া তথ্যানুসারে, করোনায় বিশ্বের তৃতীয় বৃহৎ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে ৪৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৩২ হাজার ছয়জন মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া যায়। এরপর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশ পরিস্থিতি:
বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যুর মধ্যে দিয়ে এ মহামারির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের ওয়েবসাইটে সোমবার পাওয়া তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে চীনে এ পর্যন্ত মারা গেছেন চার হাজার ৭৩৪ জন। অন্যদিকে, বাংলাদেশে মোট মৃতের সংখ্যা চার হাজার ৭৫৯ জনে পৌঁছেছে বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৪৭টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৪ হাজার ২১৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৭৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯.৪৭ শতাংশ।

নতুন যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ এবং নারী চারজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৭০৮ জন বা ৭৭.৯২ শতাংশ এবং নারী ১ হাজার ৫১ জন বা ২২.০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪০ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭১.৬৬ শতাংশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। # ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12