দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ৪১ জনের মৃত্যু এবং নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮২৭ জন । ১৪ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮২৭ জন করোন রোগী শনাক্ত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য জানা যাচ্ছে। ৯৪ টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে এসব তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এনিয়ে বাংলাদেশে এই রোগে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৫৯৩ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২ টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় তিন হাজার ব্যক্তি।
এদের নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন । নমুনা পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৯.৭৭ শতাংশ। সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯.৭১ শতাংশ।
গেল চব্বিশ ঘণ্টায় যারা মারা গেছেন, যাদের মধ্যে ১৭ জন ঢাকায়। মৃতদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের বেশিরভাগেরই বয়স ষাটের বেশি। # সূত্র : বিবিসি