সর্বশেষঃ
বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট, যাত্রাবাড়ী-হত্যাকাণ্ডের ‘ভয়াবহ চিত্র’ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাললে আদেশ ১০ জুলাই পুরান ঢাকায় পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ডিএসসিসিতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ৩৮৪১.৩৮ কোটি টাকা  আ’ লীগ সাবেক এমপি তুহিন দুদিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা, আগামী ১০ জুলাই শুনানি, পলাতক ২৬ জনকে গ্রেপ্তারের নির্দেশ বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে আ.লীগের কার্যক্রম স্থগিত  এদেশে  দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল ১৭ বছর পর বাংলাদেশের ইতিহাসের সুন্দর নির্বাচন হবে,, প্রধান উপদেষ্টা লন্ডনে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ড. ইউনূসের বৈঠক
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু: চীন ও অস্ট্রেলিয়ার শোক

দূরবীণ নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। সর্বশেষ মারা যায় আবুল বাশার মোল্লা (৫১) নামে চিকিৎসাধীন আরও একজন। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার পর ওই ব্যক্তির মৃত্যু হয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল গণমাধ্যমকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তি হাসপাতালের পোস্ট অপারেটিভ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন ১২ জন।

এদিকে নারায়ণগঞ্জের মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের তদন্ত সংশ্লিষ্টরা। তারা জানান, মূলত বিদ্যুতের স্পার্ক গ্যাসে মিশে এই দুর্ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে দগ্ধ হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫) ও আবুল বাশার মোল্লা (৫১)।

গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে ঘটনার পর জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
চীন, অস্ট্রেলিয়ার শোক :
এদিকে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে চীনা দূতাবাস এবং ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।
এক শোক বার্তায় চীনা দূতাবাস বলেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লা জেমস ক্লাব এলাকায় অবস্থিত বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে জেনে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি। প্রার্থনায় সমবেত ধর্মপ্রাণ মুসলিম ভাইদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং যারা আহত অবস্থায় আছেন সবার দ্রুত সুস্থতা কামনা করছি।

বাংলাদেশে থাকা চীনের দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং দুর্ঘটনার শিকার সকলের প্রতি সংহতি জানিয়েছে।
অস্ট্রেলিয়ান হাইকমিশনও মসজিদে মর্মান্তিক বিস্ফোরণে প্রাণ হারানো সকলের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। হাইকমিশন এক বার্তায় বলে, ‘আমরা আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ # কাশেম

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৫৩ অপরাহ্ণ
  • ৮:১৮ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12