দূরবীণ নিউজ প্রতিবেদক :
মেসার্স এস কে টেডার্সের মালিক মোঃ মনজুর আহমেদের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪ কোটি ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গেপপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জান বাদী হয়ে এই মামলাটি দায়রে করেন। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-১২ ।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান,
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৯৬৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার নিজ নামে অর্জন করেছেন।
আসামি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮৫ লাখ ৪৬ হাজার ৯৭৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন।
ফলে আসামি মোঃ মনজুর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অর্জিত সম্পদ সম্পর্কে তথ্য গোপনের অপরাধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি
দায়ের করা হয়।
এর আগে গত বছর ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক মোঃ মনজুর আহমেদের সম্পদ বিবরণী নোটিশ পাঠানো হয়। নোটিশ পেয়ে মোঃ মনজুর আহমেদ গত বছর ২১/ মার্চ দুদকে তার সম্পদ বিবরণী দাখিল করেন। # কাশেম