দূরবীণ নিউজ প্রতিবেদক:
এবি ব্যাংক খাতুনগঞ্জ শাখার ঋণ জালিয়াতি, প্রনতারণা এবং সুদসহ ১১ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ১১৮ টাকা আত্মসাতের অভিযোগে ইনভেস্ট ক্লথিং লি. এর চেয়ারম্যান মো: দিদারুল ইসলামসহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান,গত ১৭ আগস্ট দুদকের সহকারী পরিচালক মোঃ ফখরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের এই মামলায় আসামিরা হলেন, ইনভেস্ট ক্লথিং লি. এর চেয়ারম্যান মো: দিদারুল ইসলাম এবং দ্বিতীয় আসামি ওই প্রতিষ্ঠানের পরিচালক মিসেস জেবুনেচ্ছা।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৮ জুন থেকে ২০১৪ সালের ২০ মে পর্যন্ত সময়ে মধ্যে আসামিরা চলমান রপ্তানী এলসি সমূহের অবশিষ্ট লটকৃত তৈরি পোষাক রপ্তানী না করে, বণিক হিসেবে প্রতারণার আশ্রয় নিয়ে বিশ্বাস ভঙ্গ করে খোলা বাজারে তা বিক্রি করেছে।
আসামিরা এবি ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৭ কোটি ৩ লাখ ৩৫, হাজার ৭৬০/ টাকা ঋণ নিয়ে তার পেরিশোধ করেননি। যা র্বতমানে সুদসহ ১১ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ১১৮ টাকা হয়েছে। আসামিরা পুরো টাকাই আত্মসাত করেছেন।
ফলে তাদের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা র্কাযালয় চট্টগ্রাম-১ এ ফৌজদারি দন্ডবধিরি ৪২০/৪০৯/১০৯ এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় গত ১৭ আগস্ট একটি মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলা নং- ১০ তারিখ ১৭ আগস্ট। #