দূরবীণ নিউজ প্রতিবেদক:
হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: আবু সুফিয়ান এবং ২টি ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে জালিয়াতি, অধিক মূল্য দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের করেছে দুদক।
রোববার (১৬ আগস্ট) ওই ৩ জনের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা ২টি দায়ের করা হয়েছে।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান, দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ সহিদুর রহমান বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। আর এই মামলায় আসামি করা হয়েছে দুইজনকে।
আসামি ১).হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: আবু সুফিয়ান এবং (২) নির্ঝরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী: আফসানা ইসলাম কাকলী (৪৩) স্বামী: মো: মাহবুবুল ইসলাম। তার ঠিকানা মোহাম্মদপুর, ঢাকা-।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চ মূল্য দেখিয়ে বইপত্র ক্রয় করে সরকারের ১ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ১২১ টাকা ক্ষতি করেছে। তারা এই পুরো টাকা নিজেরা আত্মসাৎ করেছেন।
মামলা-২
দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা জানান, দ্বিতীয় মামলাটি দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ ফেরদৌস রহমান বাদী হয়ে দায়ের করেছেন।
এই মামলায়ও ২জন আসামি । এরমধ্যে কমন আসামি হলেন .হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: আবু সুফিয়ান এবং অপর আসামি হলেন, ২) পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, এসএম নজরুল ইসলাম নুতন। তার ঠিকানা ধানমন্ডি, ঢাকা।
মামলার অভিযোগে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ^াসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চমূল্য দেখিয়ে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা ক্ষতিসাধন করেছে। আসামিরা পুরো টাকা নিজেরা আত্মসাৎ করেছে। # কাশেম