একে আজাদ, দূরবীণ নিউজ;
র্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার ( ১১ আগস্ট) দিবাগত সন্ধ্যা ১৮.১০ ঘটিকার সময় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান পিএসসি এর নেতৃত্বে একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ২,৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুলাহ্ (২৫) পিতা-মোঃ শাহ আলমকে গ্রেফতার করেছে।
তার গ্রামের বাড়ি সাং-নবাবগঞ্জ, থানা- দোহার, জেলা-ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকা সহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এদিকে র্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ রেজাউল করিম, পিপিএম এর নেতৃত্বে আভিযানিক দল ঢাকার চকবাজার থানাধীন ৩৪/১ হরনাথ ষোষ রোডস্থ সানি সুন্নতি হাউস দোকানের সামনে থেকে শেখ আশরাবুর রবিন (২৪), পিতা-মৃত শেখ আব্দুল শাশীমকে গ্রেফতার করেছে।
১১ আগস্ট সন্ধ্যা ১৯.১৫ ঘটিকার র্যাবের মাদক বিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাহ ও একটি মোবাইলসহ তাকে গ্রেফতার করা হয়। তার ঠিকানা: সাং-৫২/বি, রোড নং-৭, কালশী, মিরপুর-১১, থানা-পল্লবী।# প্রেস বিজ্ঞপ্তি।