দূরবীণ নিউজ প্রতিবেদক :
এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) একটি জনসচেতনতামূলক অডিও-ভিজ্যুয়াল নির্মাণ করে। আজ রবিবার বিকালে গুলশানস্থ নগর ভবনে মেয়র মোঃ আতিকুল ইসলাম অডিও-ভিজুয়ালটি উদ্বোধন করেন। ডিএনসিসির জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এই তথ্য জানায়।
উদ্বোধনকালে মেয়র বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। এ ধরনের অডিও-ভিজুয়াল মানুষকে সচেতন করতে সহায়তা করবে। মনে রাখতে হবে, তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন। এটাই এডিস মশা নিয়ন্ত্রণের মূলমন্ত্র।
উল্লেখ্য, কার্টুনের মাধ্যমে নির্মিত অডিও-ভিজুয়ালটিতে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ সিনেমার হীরক রাজা চরিত্রের ডায়ালগের অনুসরণ করা হয়েছে। প্রাথমিকভাবে অডিও-ভিজুয়ালটি ডিএনসিসির ফেইস DHAKA UTTAR CITY CORPORETION-DENGUE Facebook Ve…বুক ও ইউটিউবে রিলিজ করা হয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি ।