দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৭ জন। এ নিয়ে সারাদেশে মোট করোনায় আক্রান্ত ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে ৯ জন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। আজ ব্রিফিং করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক ডা: বায়েজিদ খুরশিদ রিয়াজ।
আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮টি। শনাক্তের হার ২৩.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ। মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী সাতজন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৬০৬ জন (৭৮.৮৩%) ও নারী ৭০০ জন (২১.১৭%)।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে (১৩ জন), এরপর ৫১ থেকে ৬০ (৯ জন) ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে মারা গেছেন সাতজন।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৯৫৫ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৭৩৬ জনকে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। #