দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডেই কোরবানির পশুর বর্জ্য (১ আগস্টের) শতভাগ বর্জ্য অপসারিত হয়েছে। গত শনিবার দুপুর ২টা হতে আজ রোববার দুপুর ২টা পর্যন্ত, গত ২৪ ঘন্টায়, প্রায় ৮ হাজার মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।
এদিকে ডিএসসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোঃ বদরুল আমিন কোরবানির পশুর বর্জ্য অপসারণ প্রসঙ্গে গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি জানান, ২ আগস্টের কোরবানির পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, তা আগামী ১২ ঘণ্টার মধ্যে অপসারিত হবে।
এছাড়া ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মোঃ আবু নাছের জানান যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুরোধের প্রেক্ষিতে গত শুক্রবার রাত্রে (৩১ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের ৩৩ ট্রাক বর্জ্য গ্রহণ করেন তা ডিএসসিসি’র মাতুয়াইলের ল্যান্ডফিলে নিয়ে যায়। সে রাতে আমিন বাজারে প্রচন্ড যানজট থাকায় ঢাকা উত্তর কর্পোরেশনকে দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। # কাশেম