দূরবীণ নিউজ ডেস্ক :
শেরপুরের নালিতাবাড়ীতে ভিজিএফের ১৬৩ বস্থা চালসহ ছাইদুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টায় র্যাব-১৪ অভিযান চালিয়ে পৌরসভার কাচারীপাড়া মহল্লায় ভিজিএফের ১৬৩ বস্থা চাল উদ্ধার করে গুদাম সিলগালা করে দেয়। আটককৃত ছাইদুল ইসলাম সিটপাড়া মহল্লার বাছির উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর ইউনিটের এএসপি এমএম সবুজ রানার নেতৃত্বে পৌর শহরের উত্তর বাজার কাচারীপাড়ার একটি গুদামঘরে সংরক্ষিত থাকা সরকারি ভিজিএফের ১৬৩ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই গুদাম ঘরটি সীলগালা করা হয়। এ সময় মো: ছাইদুল ইসলামকে (৪৮) র্যাব হাতেনাতে আটক করে। সাথে থাকা ইউনুছ আলী (৫৫) ও হাদিউল ইসলাম (৪৫) পালিয়ে যায়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ইউনিয়ন থেকে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ও ভিজিএফের চাল ক্রয় করে আসছিলো। র্যাবের এএসপি এমএম সবুজ রানা গণমাধ্যমকে বলেন, এখানে চাল উদ্ধার করা হয়েছে এবং স্পেশাল ট্রাবুনালে মামলা দেওয়া হবে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, অভিযানে ১ জনকে আটক করে গুদামঘরটি সীলগালা করা হয়েছে। # কাশেম