দূরবীণ নিউজ ডেস্ক:
নেপালে অতিবৃষ্টি, ভূমিধস ও বন্যায় অন্তত ১৩২ জন মারা গেছে। নেপাল দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আহত হয়েছেন আরো ১২৮ জন, নিখোঁজ রয়েছেন ৫৩ জন এবং ৯৯৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তর নেপালের মিয়াগদি জেলা গত দুই সপ্তাহের বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সময়ে মারা গেছেন ২৭ জন মানুষ। সরকারি কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সমন্বয়ে নিখোঁজ ব্যক্তিদের খোঁজা ও উদ্ধারের কাজ চলমান রয়েছে।
মৌসুমী দুর্যোগ পাহাড়ি অঞ্চলের দেশ নেপালের একটি সাধারণ ঘটনা। ভূমিধসের কারণে হাজারো মানুষ তাদের বাড়িঘর হারিয়ে স্থানীয় স্কুলঘর ও উদ্বাস্তু কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
নেপালের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র গত সপ্তাহের শুরুতে জানিয়েছিল, সারাদেশে ভারি বর্ষণ হতে পারে। # সূত্র : টাইমস নাও