দূরবীণ নিউজ প্রতিবেদক :
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
দেশে প্রাণঘাতি করোন পরিস্থিতির মাঝে একের পর এক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন আগের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম।
এবারে অধ্যাপক ডা. আবুল কালামের স্থলাভিষিক্ত হচ্ছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
গণমাধ্যমকে এ তথ্য জানান সরকারের সংশ্লিষ্ট দপ্তর। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ডা. এনায়েত হোসেন এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন
এদিকে রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতি ফাঁস হওয়ার পর নানা বিতর্কের মুখে ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন ডা. আজাদ। তার পদত্যাগপত্র গ্রহণ করে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। # কাশেম