দূরবীণ নিউজ প্রতিবেদক:
আজ ৩৪টি এলএ চেক, ক্ষতিপূরণের কমিশন বাবদ বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত মূল চেক,সম্ভাব্য ঘুষ লেনদেনের ৫টি ডায়রি, ভূমি অধিগ্রহণের রিউয়ার্ড সংক্রান্ত অসংখ্য আবেদনসহ দুদকের মামলায় তদন্তে আগত আসামি মোঃ সেলিম উল্লাহকে কক্সবাজার পৌর এলাকা থেকে গ্রেফতার করেছে দুদক।
বুধবার (২২ জুলাই) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, আসামি মোঃসেলিম উল্লাহ দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ (কক্সবাজার) এর একটি মামলার তদন্তে আগত আসামি ছিলেন ।
অভিযানে নেতৃত্ব দেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দীন। অভিযানে সেলিম উল্লাহর অফিস থেকে ৬২ লাখ ৬২ হাজার টাকার ৩৪ টি মুল চেক ও ঘুষ লেনদেন হিসাবের ৮/১০টি ডায়রি বিপুল পরিমাণ ক্ষতিপূরনের আবেদনের ফাইণ জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা দুদক কর্মকর্তা মোঃ শরীফ উদ্দীন জানান, র্যাবের অভিযানে ৯৩ লাখ ঘুষের টাকাসহ সার্ভেয়ার আটকের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় দীর্ঘ তদন্ত করা হয়েছে।
দুদক গোপন সূত্রে জানতে পায়, আসামি দীর্ঘদিন যাবৎ কক্সবাজার পৌরসভাধীন লাল দিঘির দক্ষিণ পাড় এলাকার ইডেন গার্ডেন সিটি ভবনের নিচ তলার ৩৩ নং দোকানে জনৈক দলিল লেখকের চেম্বারের একাংশে অফিস খুলে কক্সবাজার জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ জমির মালিকদেরকে জমির ক্ষতিপূরণ গ্রহণে দালালির মাধ্যমে নিজে ঘুষ গ্রহণ বা অন্যকে ঘুষ প্রদান করছেন।
আসামিকে গ্রেফতার করে স্থানীয় আদালতে উপস্থাপন করা হয়। এ বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের সম্পৃক্ততা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে । # কাশেম