দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের ( সাবেক ফারমার্স ব্যাংক) পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ জুলাই) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য জানান।
দুদকের অভিযোগে বলা হচ্ছে , অভিযোগ সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে ঋণের নামে পদ্মা ব্যাংক লিঃ (সাবেক দি ফারমার্স ব্যাংক লিঃ), মতিঝিল শাখার ৪০ কোটি ৭৯ লাখ ২১ হাজার টাকার সুদ আসলে গত বছর ৩১ ডিসেম্বর ৬২ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা আত্মসাৎ করেছেন।
মামলার আসামিরা হচ্ছেন – (১) মোঃ মাহবুবুল হক চিশতী, পরিচালনা পর্ষদের নির্বাহী/অডিট কমিটির সাবেক চেয়ারম্যান, পদ্মা ব্যাংক লিঃ(সাবেক দি ফারমারর্স ব্যাংক লিঃ), (২) মোঃ রাশেদুল হক চিশতি, ব্যবস্থাপনা পরিচালক, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিঃ, পিতা- মোঃ মাহবুবুল হক চিশতি (বাবুল চিশতি), (৩) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (চাকুরী হতে বরখাস্ত), পদ্মা ব্যাংক লিঃ (দি ফারমার্স ব্যাংক লিঃ),মতিঝিল শাখা, (৪) মোঃ রেদওয়ানুল কাবির চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, আল-ফারুক ব্যাগস লিমিটেড, সান্তাহার রোড, নারহট্ট, কাহালু,বগুড়া, (৫) চৌধুরী আল ফারুক, চেয়ারম্যান, আল ফারুক ব্যাগস লিমিটেড, সান্তাহার রোড, নারহট্ট, কাহালু, বগুড়া, এবং (৬) নিম্মি কবির চৌধরী, পরিচালক, আল ফারুক ব্যাগস লিমিটেড, সান্তাহার রোড, নারহট্ট, কাহালু, বগুড়া ।
আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা সহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ ধারায় মামলাটি দায়ের করা হবে। # কাশেম