একে আজাদ, দূরবীণ নিউজ:
র্যাব-১০ এর অভিযানে নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন দেওয়ানবাগ এলাকা থেকে ১৭ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শনিবার ( ১৮ জুলাই) ভোর ৫ টায় র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি’র নেতৃত্বে একটি টিম নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন দেওয়ানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ ওই ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। র্যাব-১০ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো; ১, কাবুল সৌরভ(৩৮), পিতা- আলতাফ মেখ, গ্রাম- গজা লিয়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। ২, মোঃ তপু খান(২৩), পিতা- আবু জাফর শেখ, সাং- মগরা, থানা- বাগেরহাট সদর, জেলা- বাগেরহাট । ৩, মোঃ মেহেদি(২২), পিতা- মোঃ জলিল, সাং- এউজ, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর । ৪, মোঃ ছগির(৪৫), পিতা- আব্দুল মান্নান হাওলাদার, সাং- করির খাল, থানা- বড়গুনা সদর, জেলা- বরগুনা বলে জানা যায়।
গ্রেফতারের সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি লরি ট্রাক, ৫টি মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা করেছেয় যে, তারা মাদক চোরাচালান চক্রের সক্রীয় সদস্য। একই সাথে তারা আরো স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে তারা সীমান্ত এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান গাড়ীযোগে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। # কাশেম