দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতের বিহার রাজ্যের পাটনার পালিগঞ্জে এক বিয়ে অনুষ্ঠানের ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই বিয়ের দুই দিনের মাথায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন বর। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের পাটনার পালিগঞ্জে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের টেস্ট করালে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিহারে এই প্রথম একটি ঘটনা থেকে এতো বড় আকারের সংক্রমণ হলো। ৩০ বছর বয়সী বর সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। গুরুগ্রামে তিনি চাকরি করতেন। বিয়ের জন্য গত ১২ মে গ্রামে যান তিনি। করোনা উপসর্গ থাকার পরও তিনি বা তার পরিবার কোনো ব্যবস্থা নেননি। তারা বিয়ের আয়োজনে ব্যস্ত ছিলেন। বিয়ের দুই দিন পর তার অবস্থা গুরুতর হলে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর পাটনার জেলা প্রশাসন বিয়েতে উপস্থিত স্বজনদের করোনা টেস্ট করাতে বলেন। গত ১৫ জুন টেস্টের রেজাল্ট এলে তাদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ আসে।
এরপর জেলা প্রশাসন নড়েচড়ে বসে। তারা বিয়েতে উপস্থিত অতিথিদের খোঁজ খবর নিতে থাকেন। এবং জানতে পারেন তাদের মধ্যে ৮০ জনেরই করোনা পজেটিভ।
উল্লেখ্য, দেশটিতে করোনার সময়ে যে কোনো বিয়েতে ৫০ জনের বেশি উপস্থিত না থাকার নির্দেশনা ছিল। কিন্তু এই নিয়ম যে মানা হয় না এই ঘটনা্ তিার প্রমাণ। # সূত্র : ইন্ডিয়া টুডে