দূরবীণ নিউজ প্রতিবেদক :
সাম্প্রতিক সময়ে অল্প কিছুদিনের ব্যবধানে দেশের দুজন পেশাজীবি- ডা. আব্দুর রকিব খান এবং প্রকৌশলী দেলোয়ার হোসেন হত্যাকান্ডের ঘটনায় নিন্দা, ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.) এবং এই হত্যাকান্ডসমূহে সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি করছে।
বুধবার (২৪ জুন) গণমাধ্যমও পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছেন ভিআইপি’র’ কর্মকর্তারা । তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ১১ মে দুপুরে দিয়াবাড়ী বেড়িবাঁধের জঙ্গল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
এই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১৪ জুন খুলনা মহানগরীতে শিউলী বেগম নামে এক প্রসূতির অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হলে রোগীর স্বজনদের হামলায় নিহত হন ডা. আব্দুর রকিব খান।
ব্যক্তি জীবনে সৎ ও মেধাবী প্রকৌশলী দেলোয়ার হোসেন, একজন নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে কর্মস্থলে পরিচিত ছিলেন। এছাড়াও খুলনা মহানগরীতে ডা. আব্দুর রকিব খানের পেশাগত সুনাম অনস্বীকার্য। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি একাত্বতা ঘোষণা করে বি.আই.পি. দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
এ ধরনের ক্রমাগত ঘটনায় পেশাজীবীদের হত্যাকান্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিমূঢ় ও শোকাহত। একজন প্রকৌশলী কিংবা একজন ডাক্তার তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হওয়াটা পেশাজীবিদের জীবনের নিরাপত্তাঝূঁকির বিষয়টিকে সামনে নিয়ে এসেছে । পেশাজীবিরা যদি কর্মক্ষেত্রে নিরাপদ বোধ না করেন, তাহলে তারা নিবেদিতভাবে পেশাগত সেবা প্রদান করতে পারবেন না এবং দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হবে।
এতদপ্রেক্ষিতে দেশের সকল পেশাজীবীদের নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স উদাত্ত আহবান জানাচ্ছে। #প্রেস বিজ্ঞপ্তি ।