দূরবীণ নিউজ ডেস্ক :
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ১০ লাখের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত। বিশ্বে দ্বিতীয় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত দেশ ব্রাজিল। করোনায় মৃত্যু প্রায় ৫০ হাজারের বেশি।
বার্তা সংস্থা এএফপি ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশটিতে গত একদিনে ৫৪ হাজার ৭৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এত অল্প সময়ে আক্রান্তের এই সংখ্যা ঢের বেশি। কর্তৃপক্ষ বলছে আক্রান্তের সংখ্যা তুলে ধরার পদ্ধতিতে ‘অস্থিতিশীলতার কারণে’ এমনটি হয়েছে।
৫৪ হাজার ছাড়ানো নতুন আক্রান্ত নিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১০ লাখ ৩২ হাজার ৯১৩ জন। এই তালিকায় ২২ লাখ ছাড়ানো আক্রান্ত নিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই দক্ষিণ আমেরিকার মহাদেশের বৃহত্তম দেশটির স্থান।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে ব্রাজিলে। নতুন করে বারোশো ছাড়ানো মৃত্যু নিয়ে মোট মৃত্যু ৫০ হাজারের আরও কাছে গিয়ে পৌঁছেছে। মৃত্যুর তালিকায়ও যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান।
বর্তমানে করোনা ভাইরাসের অন্যতম এপিসেন্টার ব্রাজিল। বিশেষজ্ঞরা বলছেন, দেশটির প্রকৃত অবস্থা খুব ভয়াবহ। আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। পর্যাপ্ত টেস্ট হচ্ছে না বলে না আক্রান্ত সংখ্যা কম দেখাচ্ছে।
জুনের শুরু থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবার ওপরে বলে নিজেদের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছে এএফপি। এই সময়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৮ হাজারের বেশি। আর মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত চার দিনে প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই গা ছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তার দৃষ্টিতে কভিড-১৯ ‘সামান্য ফ্লু’ জাতীয় রোগ। দেশ জুড়ে লকডাউন দেওয়ারও ঘোর বিরোধী তিনি। #