দূরবীণ নিউজ ডেস্ক :
প্রাণঘাতি করোনায় আক্রান্ত বিশ্বের ২১৫টি দেশের মধ্যে বাংলাদেশ ১৭তম স্থানে অবস্থান করছে। ইমোতমধ্যে বাংলাদেশে ১ লাখ ২ হাজার ২৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে ৩ হাজারের বেশি লোক নতুন করে আক্রান্ত হবার খবর পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ২ হাজার ২৯২। ইরানে ১ লাখ ৯৭ হাজার ৬৪৭, জার্মানিতে ১ লাখ ৯০ হাজার ১৭৯, তুরস্কে ১ লাখ ৮২ হাজার ৭২৭, পাকিস্তানে ১ লাখ ৬০ হাজার ১১৮, মেক্সিকোতে ১ লাখ ৫৯ হাজার ৭৯৩, ফ্রান্সে ১ লাখ ৫৮ হাজার ১৭৪, সৌদি আরবেও ১ লাখ দুই হাজার ২৯২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে ২২ লাখ ৩৪ হাজার ৮৫৪ জন আক্রান্ত নিয়ে করোনা আক্রান্ত দেশগুলোর শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। ব্রাজিল, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, স্পেন, পেরু, ইতালি, চিলিতে করোনা আক্রান্তের সংখ্যায় লাখ ছাড়িয়েছে অনেক আগেই। বর্তমান বিশ্বে করোনা আক্রান্তের তালিকায় ৯ লাখ ৬০ হাজার ৩০৯ জন আক্রান্ত নিয়ে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে ও পাচ লাখ ৬১ হাজার ৯১ জন নিয়ে রাশিয়া তৃতীয় অবস্থানে রয়েছে।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ৬৪৮, স্পেনে দুই লাখ ৯১ হাজার ৭৬৩, পেরুতে দুই লাখ ৪০ হাজার ৯০৮, ইতালিতে দুই লাখ ৩৭ হাজার ৮২৮ জন ও চিলিতে দুই লাখ ২০ হাজার ৬২৮ জন আক্রান্ত। এই মহামারি ঠেকাতে স্টেরয়েড চিকিৎসাসহ এখনো চলছে ভ্যাকসিন তৈরির চেষ্টা। # সূত্র : ওয়ার্ল্ডোমিটারস