দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী ১৯শে জুন, শুক্রবার রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত বাজেট প্রণয়নের আইন ও বৈপরীত্য নিয়ে একটি অনলাইন সেমিনারের আয়োজন করছে “স্কুল অফ পিপলস ল” সংগঠন।
সেমিনারে আলোচনায় মূল ধারণাপত্র পাঠ করবেন আসিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব লোকমান বিন নূর।
বাজেট প্রণয়ন, সংসদে পেশ করা ও পাশ হওয়া পর্যন্ত সাংসদরা কি ভূমিকা পালন করেন এবং তাদের সীমাবদ্ধতা কি কি তা নিয়ে আলোকপাত করবেন সাংসদ জনাব মোস্তফা লুৎফুল্লাহ. বাজেটের অর্থনৈতিক দিক নিয়ে বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আইনের সীমাবদ্ধতা ও বৈপরীত্য নিয়ে আলোচনা করবেন আইনজীবি ডঃ কাজী জাহেদ ইকবাল এবং সার্বিক বিষয়ে পরবর্তী করণীয় কি হতে পারে তা নিয়ে আলোকপাত করবেন আইনজীবি জনাব হাসনাত কাইয়ুম। # প্রেস বিজ্ঞপ্তি ।