দূরবীণ নিউজ ডেস্ক :
ব্রিটেনের উপকূল থেকে বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের পাইলটের লাশ উদ্ধার করা হয়েছে। নিয়মিত প্রশিক্ষণকালে গত ১৫ জুন যুক্তরাষ্ট্রের এফ-১৫সি ঈগল যুদ্ধ বিমান নর্থ সি তে বিধ্বস্ত হয়। পরে ওই বিমানের পাইলটের লাশ উদ্ধার করা হয়েছে।
সামরিক কর্মকর্তারা এ কথা জানান। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে মিডেনহল শহরের কাছের ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। ঘাঁটিটি ৪৮তম ফাইটার উইংয়ের, যারা এখানে ১৯৬০ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। এখানে সাড়ে চার হাজার সক্রিয় সেনা সদস্য রয়েছে।
দিনের প্রথম ভাগে ব্রিটেনের কোস্টগার্ড জানিয়েছিল, তারা বিমান ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছে। কিন্তু পাইলট নিখোঁজ রয়েছে। পরে এক বিবৃতিতে বিধ্বস্ত এফ-১৫সি বিমানের পাইলটকে খুঁজে পাওয়া এবং এটি যে তার লাশ তা সনাক্ত করা হয়েছে।
এক আসন বিশিষ্ট বিমানটি সোমবার সকালে পূর্ব ইয়র্কশায়ার উপকূল থেকে ৭৪ নটিক্যাল মাইল দূরে বিধ্বস্ত হয়।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নিয়মিত প্রশিক্ষণ মিশনে বিমানটি অংশ নেয়। এতে কেবলমাত্র পাইলটই আরোহী ছিল। বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি। # সূত্র- বাসস