দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনায় আক্রান্তের সংখ্যা জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও বেড়েছে। নতুন করে আরো ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ৪৩ জন আক্রান্ত হয়ে ছিলেন।
বর্তমানে করোনায় আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়াল ৬৯ জন। এছাড়াও সংসদের ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
সংসদের চলমান বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ৬৯ জনের রেজাল্ট পজিটিভ এলো। আক্রান্তদের মধ্যে রয়েছেন গণসংযোগ শাখার পরিচালক ও উপসচিব মো. তারিক মাহমুদ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ওয়ারেস হোসেন, টিভি প্রডিউসার মাসুম বিল্লাহ, কর্মকর্তা কামরুল ইসলাম, কর্মচারী নেতা আতর আলী প্রমুখ।
করোনা পজিটিভ হওয়াদের অনেকেই স্পিকারের দফতরে অবাধে যাতায়াত করতেন। অধিবেশন চলাকালীন অনেকেরই সংসদ কক্ষে দায়িত্ব পালনের কথা ছিল। সংসদের ৬৯ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আনসার ও পুলিশ সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবরে সংসদে কর্মরত বাকিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এরই অংশ হিসেবে সংসদে দায়িত্বরত প্রায় সাড়ে ৪০০ কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দেয়া হয়। গত ২ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়। কিন্তু ওই অধিবেশনে যোগ দিতে পারেন এমন সংসদ সদস্যদের (এমপি) করোনা পরীক্ষার ব্যাপারে কোনো নির্দেশনা দেয়া হয়নি।
সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক সোমবার গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত সংসদের ৬৯ কর্মকর্তার শরীরে আমরা করোনা পজিভিট পেয়েছি। সবাই আমাদের নির্দেশনা নিয়ে বাসাতেই আছেন। #