দূরবীণ নিউজ ডেস্ক :
সাবধান, করোনার মধ্যেও শুরু হয়েছে দুর্ষর্ধ ডাকাতি। সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি লুটে নিচ্ছে সোনাগহনা ও নগদ টাকা পয়সাসহ সর্বস্ব ।
ডাকাতরা টাকার কয়েন বা খুচরা টাকাসহ ছোটখাট জিনিসপত্রও লুট করে নিয়ে যাচ্ছে।
এমনি এক ঘটনার খবর পাওয়া গেছে, রাজধানীর উপকণ্গণ্ঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় দুর্ষর্ধ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের আটকিয়ে রেখে সোনাগহনা ও নগদ টাকা পয়সাসহ সর্বস্ব লুট করে নিয়েছে।
জানা গেছে, রাত আড়াইটার দিকে সাতাইশ এলাকার মোতাহার হোসেন খানের দ্বিতীয় তলায় রানা ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাত দল। ডাকাতরা বাড়ির মালিক মোতাহার খানকে প্রথমে অস্ত্রের মুখে বেঁধে ফেলে।
এর পর একে একে সকল কক্ষে ঢুকে পরিবারের নারী-শিশুসহ সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ যাবতীয় মূল্যবান হিনিসপত্র লুটে নেয়। ডাকাতরা খুচরা টাকা ও কয়েনসহ ছোট খাট জিনিসপত্রও লুট করে করে নেয় বলে বাড়ির মালিক মোতাহার খানের একজন প্রতিবেশী জানান।
এব্যপারে টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই সাইফুল গণমাধ্যমকে বলেন, আমিও ডাকাতির ঘটনাটি শুনেছি। আমাদের একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে আছেন, তিনি থানায় ফিরলে বিস্তারিত জানানো যাবে।
এব্যাপারে ওই বাড়ির ভিটটিম মোতাহার খানের একজন আত্মীয় গণমাধ্যমকে বলেন, জীবনে এমন দুর্ধর্ষ ডাকাতি দেখিনি। ডাকাতরা টাকার কয়েন বা খুচরা টাকাসহ ছোটখাট জিনিসপত্রও লুট করেছে। পুলিশের উপস্থিতিতে লুণ্ঠিত জিনিসপত্রের তালিকা প্রস্তুত হচ্ছে বলেও তিনি জানান। #