দূরবীণ নিউজ ডেস্ক :
করোনাভাইরাস মহামারীতে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৪ জন এবং আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ১৬ হাজার ৮৭ ছাড়িয়েছে। রোববার (৭ জুন)
রাত সোয়া ৯ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনাভাইরাসে মারা গেছে ৪ লাখ ২ হাজার ৭৯৪ জন। আক্রান্তের সংখ্যাও ৭০ লাখ ১৬ হাজার ৮৭ জন।
এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে প্রায় ১ লাখ ১২ হাজার ৯৬ জন। মৃত্যুর তালিকায় এর পরই আছে যুক্তরাজ্য ও ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ৫৪৫ জন।
অনেক দেশে করোনাভাইরাস পরীক্ষার ঘাটতি থাকায় এবং কোনো কোনো দেশ হাসপাতালের বাইরে মারা যাওয়া ব্যক্তিদের হিসাবের মধ্যে না আনায় করোনাভাইরাসে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে বিশ্লেষকরা মনে করেন।
প্রতিবছর ম্যালেরিয়ায় বিশ্বে যত মানুষ মারা যায়, করোনাভাইরাসে ৫ মাসে এর সমান প্রাণহানি ঘটেছে।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ১০ জানুয়ারি চীনের উহানে। মৃত্যুর সংখ্যা এক লাখে পৌঁছায় এপ্রিলের প্রথম দিকে। এরপর থেকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনো কোনো দেশে সংক্রমন ও মৃত্যুর সংখ্যা কমলেও নতুন কিছু দেশে তা বেড়েছে। # সূত্র- পার্সটুডে