দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নগরীকে মশক মুক্ত করার লক্ষ্যে ” বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রমের ” আনুষ্ঠানিক উদ্বোধনী করতে যাচ্ছেন।
রোববার (৭ জুন) মশক নিধনের প্রথম ধাপে লার্ভিসাইডিং কার্যক্রমের উদ্বোধন করবেন সকাল ১০ টায়, পুরান ঢাকায় লালবাগের নবাবগঞ্জ পার্কে এবং দুপুর আড়াই টায় উড়ন্ত মশা মারার জন্য ফগিং কার্যক্রম পুরান ঢাকায় আরমানীটোলায় সামসাবাদ মাঠে উদ্বোধন করবেন।
শনিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো স্বাস্থ্য বিধি অনুসরনপূর্বক শারিরীক দূরত্ব বজায় রেখে ডিএসসিসির মেয়রের উক্ত অনুষ্ঠান ২টি কাভার করার জন্য গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানিয়েছেন। # পেস বিজ্ঞপ্তি ।