দূরবীণ নিউজ প্রতিবেদক :
চলমান মহামারী ‘করোনা’ উদ্ভুত সংকট প্রতিদিন প্রমাণ করছে বিদ্যমান (রাষ্ট্র ব্যবস্থা) বৈশ্বিক উন্নয়ন কাঠামোর ভঙ্গুরতা। একদিকে মুনাফাসর্বস্ব মুক্তবাজার অর্থনীতির নামে সম্পদ ও পুঁজির কেন্দ্রিকরণ প্রক্রিয়ায় বৈশ্বিক প্রাণ-প্রকৃতিকে বিপর্যস্ত ও নি:স্ব করা হয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপি সাধারণ মানুষের জীবনকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
মহামারী করোনা প্রতিদিন প্রতিমূহুর্তে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে বিদ্যমান উন্নয়ন কাঠামোর অন্ত:সারশূন্যতা। প্রাণ-প্রকৃতি ও জীবন-জীবিকার উপর এর বহুমুখী প্রভাবের ফলে বিদ্যমান উন্নয়ন কাঠামোর ব্যর্থতা ও ভবিষ্যতের উন্নয়ন মডেল নিয়ে নতুন করে আলোচনা, পর্যালোচনা ও আন্দোলন শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চের আয়োজনে ৫ জুন সন্ধ্যা ৭টা থেকে ৯টা “প্রাণ-প্রকৃতি সুরক্ষা মঞ্চ অনলাইনে আলোচনা আয়োজন করেছেন। উক্ত আলোচনায় প্রকৃতির উপর করোনার প্রভাব, জীবন ও জীবিকার উপর করোনার প্রভাব, এবং করোনার শিক্ষা থেকে ভবিষ্যতের উন্নয়ন ভাবনা উঠে এসেছে।
আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান, প্রফেসর ডঃ হোসেন জিল্লুর রহমান, প্রফেসর আনু মুহাম্মদ, প্রফেসর ডঃ মনজুরুল কিবরিয়া, প্রফেসর বখতিয়ার আহমেদ, ডঃ মাহা মির্জা, এম জাকির হোসেন খান, এডভোকেট কুদরত ই খুদা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। # প্রেস বিজ্ঞপ্তি