দূরবীণ নিউজ প্রতিবেদক :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি, নুর মোহাম্মদ আলী এবং তার স্ত্রী মিসেস সাজদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।
বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান, দুদকের রংপুর সজেকার উপ সহকারী পরিচালক মোঃ নূর আলম বাদী হয়ে একই কার্যালয়ে গত ৩ জুন মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি মিসেস সাজেদা বেগম দুদকে ১৬ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকার সম্পদের মিথ্য ও ভিত্তিহীন তথ্য সংবলিত সম্পদ বিবরণী দাখিল করেন। এই আসামি ৯২ লাখ ২৪ হাজার ৭ ৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন।
দুদকের অনুসন্ধানে উক্ত টাকা তাঁর স্বামী নুর মোহাম্মদ আলী ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত টাকা মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
দুদক কর্মকর্তা জানান, আসামি নুর মোহাম্ম আলী তাঁর জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তাঁর স্ত্রী সাজেদা বেগমের নামে হস্তান্তর এবং উক্ত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে তার স্ত্রীকে সহযোগিতা করেছে। যা দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধরা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। # কাশেম