দূরবীণ নিউজ ডেস্ক :
করোনায় আক্রান্ত হয়েছেন,রাজশাহীর জেলা রেজিস্ট্রার ইলিয়াস হোসেনসহ (৫৫) আরও তিনজন। গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে।
সিভিল সার্জনের দেওয়া তথ্য মতে, রাজশাহীতে গত মঙ্গলবার পর্যন্ত কোভিড–১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩ জন। এর মধ্যে রাজশাহী নগরের ১২ জন। এখন পর্যন্ত রাজশাহীতে তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৩ জন। গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হন।
বুধবার (৩ জুন) সকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম ও জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক গণমাধ্যমকেএ তথ্য নিশ্চিত করেন।
এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, গত মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে পরীক্ষায় নগরের দুজনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে জেলা রেজিস্ট্রার সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন বলে জানিয়েছেন। আক্রান্ত অন্যজন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
এর আগে গতকাল বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা পজেটিভ আসে। তাঁর বাড়ি জেলার চারঘাট উপজেলায় বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মোহা. এনামুল হক। #