দূরবীণ নিউজ প্রতিবেদক :
রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামীকাল রোববার (৩১ মে) সাধারণ ছুটি প্রত্যাহারের পর সরকার যাত্রী বাহী ট্রেন পরিচালনার নির্দেশনা প্রদান করেছে সেক্ষেত্রে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে নিম্নলিখিত ৮টি জোড়া ট্রেন চলাচল শুরু হবে।
তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ রেলওয়ের সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শানবার (৩০ মে ) দুপুরে রেলপথ মন্ত্রী রেলভবনে করোনা ভাইরাস এর কারণে বন্ধ থাকার পর ট্রেন পুনরায় চালুর বিষয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিংকালে এই তথ্য জানান।
এ ব্রিফিংকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, মহাপরিচালক মো: শামসুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সুবর্ণ এক্সপ্রেস, চট্টগ্রাম – ঢাকা-চট্টগ্রাম, সোনার বাংলা এক্সপ্রেস ,চট্টগ্রাম – ঢাকা-চট্টগ্রাম, কালনী এক্সপ্রেস, সিলেট -ঢাকা-সিলেট, পঞ্চগড় এক্সপ্রেস, বী মু সিরাজুল ইসলাম- ঢাকা- বী মু সিরাজুল ইসলাম, বনলতা এক্সপ্রেস,চাঁপাইনবাবগঞ্জ -ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ, লালমনি এক্সপ্রেস,লালমনিরহাট -ঢাকা- লালমনিরহাট, উদয়ন /পাহাড়িকাএক্সপ্রেস,চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম, চিত্রাএক্সপ্রেস,খুলনা -ঢাকা- খুলনার মধ্যে চলাচল করবে।
৩ জুন থেকে চলবে নিম্নলিখিত ১১ জোড়া ট্রেন:
তিস্তা এক্সপ্রেস,ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার –ঢাকা, বেনাপোল এক্সপ্রেস,বেনাপোল-ঢাকা- বেনাপোল, নীলসাগর এক্সপ্রেস,চিলাহাটি- ঢাকা- চিলাহাটি, রূপসা এক্সপ্রেস,খুলনা – চিলাহাটি, কপোতাক্ষ এক্সপ্রেস,খুলনা-রাজশাহী – খুলনা, মধুমতি এক্সপ্রেস,রাজশাহী- গোয়ালন্দঘাট – রাজশাহী, মেঘনা এক্সপ্রেস,চাঁদপুর- চট্টগ্রাম-চাঁদপুর, কিশোরগঞ্জ এক্সপ্রেস,ঢাকা–কিশোরগঞ্জ –ঢাকা, উপকূল এক্সপ্রেস,নোয়াখালী- ঢাকা – নোয়াখালী, ব্রহ্মপুত্র এক্সপ্রেস,দেওয়ানগঞ্জ বাজার- ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার, কুড়িগ্রাম এক্সপ্রেস,কুড়িগ্রাম – ঢাকা- কুড়িগ্রামের মধ্যে চলাচল করবে।
যাত্রী সাধারণকে নিন্ম লিখিত বিধি মেনে ট্রেনে চলাচল করতে হবে বলে ব্রিফিং-এ মন্ত্রী উল্লেখ করেন।
প্রত্যেক যাত্রী নিজেকে সুরক্ষায় সচেষ্ট থাকবেন, সহযাত্রীকে সুরক্ষায় সহযোগীতা করবেন। টেনের ৫০% টিকেট বিক্রি করা হবে। সকল ট্রেনের টিকেট অনলাইনে সংগ্রহ করতে হবে,কাউন্টারে টিকেট বিক্রি হবে না। যাত্রী সাধারণকে আবশ্যিকভাবে মাস্ক পরিহিত অবস্থায় স্টেশন এলাকায় বা ট্রেনে প্রবেশ করতে হবে।
ট্রেনের অভ্যন্তরে যাত্রীদের নির্দিস্ট আসনে অবস্থান করতে হবে। ট্রেনে আরোহণ এবং অবতরণের জন্য নির্দিস্ট দরজা ব্যবহার করতে হবে। বর্তমান স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষ্যে ট্রেনে খাবার সরবরাহ বন্ধ থাকবে। যাত্রার তারিখসহ ০৫ দিন পূর্ব হতে টিকেট ক্রয় করা যাবে।
যাত্রীদের প্রয়োজনীয় খাদ্য ও পানীয় সঙ্গে নিতে হবে। তাপমাত্রা পরিমাপের সুবিধার্থে যাত্রীদের ট্রেন ছাড়ার কমপক্ষে ৬০ মিনিট পূর্বে স্টেশনে পৌঁছাতে হবে। কোনো অবস্থাতেই টিকেট ছাড়া প্লাটফরমে প্রবেশ করা যাবেনা। দর্শনার্থী / প্লাটফরম টিকেট বিক্রয় বন্ধ থাকবে। মাসিক/স্বল্পদূরত্বের যেমনঃ ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদীতে কোন ট্রেন থামবে না। # কাশেম