দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর আশকোনা এলাকায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এডিএইট খালের (হজ্জ্ব ক্যাম্পের পাশ থেকে শুরু করে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত) বিভিন্ন অংশে প্রতিবন্ধকতার জন্য এ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বিভিন্ন সময়ে খালটির ঐ অংশগুলো খনন করে প্রতিবন্ধকতা দূর করার জন্য তাগিদ দেন। এর ফলে ঐ অঞ্চলের জলাবদ্ধতা অনেকাংশে দূর হয়ে যেতো। বারবার অনুরোধ করা সত্ত্বেও কাজটি সম্পন্ন হয়নি।
অবশেষে ৩০ মে (শনিবার ) বেলা সাড়ে ১১ টায়। ওই খালটি খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম। আর এই উপলক্ষে মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার মেয়র আতিকুল ইসলাম আবার এলাকাটি পরিদর্শন করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে খালটির খনন কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। # কাশেম