দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি কোভিড-১৯ আক্রান্ত ক্র্যাব সদস্য ও তার পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তার জন্য ‘কুইক রেসপন্স টিম’ নামে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) ক্র্যাব কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ সদস্যদের এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্র্যাব দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রাজীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় । আরো জানানো হয়, ক্র্যাবের ‘কুইক রেসপন্স টিম’ সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম আবুল হোসেন (০১৭৫৮-০০৮০০৮) ও আমিনুর রহমান তাজের (০১৭৮৬-৬৩৪০০, ০১৭১৪৪৫৫০০৪) সাথে সমন্বয় করে কাজ করবেন।
আর এছাড়া ক্র্যাবের ‘কুইক রেসপন্স টিম’ সার্বিক কার্যক্রমের তদারকি করবেন সংগঠনের (ক্র্যাব ) সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।
ক্র্যাবের ‘কুইক রেসপন্স টিম’:
সংগঠনের যুগ্ম-সম্পাদক সাখাওয়াত কাওসারকে (০১৭১৬-০৬৬০৩৬) অহবায়ক ও কল্যাণ সম্পাদক ইসমাঈল হোসেন ইমুকে (০১৭৪৩-৬০৬৫৩৮) সদস্য সচিব করে ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন-
আবু হেনা রাসেল- ০১৭০১-৮৮৫৬৬২,
শহিদুল ইসলাম রাজী – ০১৯১৩-১৫৩৯৩৯,
শাহীন আলম – ০১৭৩১-৭৩০৪৪৩,
রুদ্র মিজান – ০১৭১১-৮৭৬২৮৮,
আবাদুজ্জামান শিমুল – ০১৭১৭-২২৭৬৯০,
হালিম মোহাম্মদ – ০১৭১৩-০৬৭৯৬১,
মনিরুজ্জামান উজ্জ্বল – ০১৯১১-৩৫৭০২৯,
আলাউদ্দিন আরিফ – ০১৭১১-১৪০২৯০,
দুলাল হোসেন – ০১৬১১-২২০৭৭০,
জাহাঙ্গীর হোসেন বাবু – ০১৭১১-৮২৪৯৩,
শাফি উদ্দিন আহমদ – ০১৬৭৭-৭৭৪৪৪০,
ইমরান রহমান – ০১৭৭২-০৭৭১৩৬,
সোহেল রানা – ০১৭১৭-৭৭৭৫৫৪ ।
ক্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান পরিস্থিতিতে বার বার জোরালো কণ্ঠে বলে যাচ্ছেন, যদি কোনো সদস্য বা তার পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হন, বা করোনা উপসর্গ দেখা দিলে এই টিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিয়মতান্ত্রিক জীবন যাপন করুন। সবাই সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। # কাশেম