দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের উচ্চ আদালতসহ দেশের সকল আদালতে বিচারিক এবং প্রশাসনিক কার্যক্রম চালু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশ কিছু সুনিদিষ্ট পরামর্শ এবং অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যারিষ্টার বাদল তার পরামর্শ এবং মতামত তুলে ধরেছেন।
অনলাইন লাইন নিউজ পোটাল ‘দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদলের মতামতটি প্রকাশ করা হলো।
তিনি লিখেছেন, যদি ‘লকডাউনের শিথিলতা’ বা ‘কোভিড ‘এর অনিশ্চিত সমাপ্তি ‘—এ জন্য সকল আদালত খোলার সিদ্ধান্ত হয়,তাহলে -(১)মেনশন পদ্ধতি, (২) কোর্ট রুমের ভিতরে আইনজীবী ও কোর্ট স্টাফদের আসন ব্যাবস্থা, (৩)এফিডেভিট/ফাইলিং ব্যাবস্থা, (৪) আগাম জামিন প্রার্থীদের শুনানী ও অপেক্ষার স্থান ইত্যাদি বিষয়গুলি কোর্ট প্রশাসন কে “সমাজিক দূরত্বে’র আলোকে পুনর্বিন্যাস/ব্যাবস্থা গ্রহন করতে হবে।
আইনজীবী সমিতিগুলোকে সমিতির সকল প্রবেশ গেটে জীবানু নাশক টানেল, আইনজীবী ও ক্লার্কদের জন্য হ্যান্ড স্যানিটইজার,হ্যান্ড গ্লোভস ও মাস্ক এর ব্যাবহার নিশ্চিত করতে হবে,হল রুম, কমন রুম ও প্রেয়ার রুমগুলির আসন পূণর্বিন্যাস করতে হবে।
সম্মানিত ক্লাইন্টদের,সমিতি ভবনে প্রবেশ অন্তত ২ মাস বন্ধ রেখে সমিতি ভবনের বাইরে সেড দিয়ে,স্ট্যান্ড ফ্যান লাগিয়ে সেখানে চেয়ার দিয়ে বসার সাময়িক ব্যাবস্থা করতে হবে,যেখান থেকে সংশ্লিস্ট ক্লার্ক তাদের এফিডেভিডের জন্য নিতে পারবে।
এই সকল ব্যাবস্থা গ্রহন সম্পন্ন না করে আদালত খোলার/ চালুর সিদ্ধান্ত হবে ভয়ানক ঝুকিপূর্ন।# কাশেম